রুট ব্যবহার না করে কিভাবে অ্যান্ড্রয়েড থেকে ব্লোটওয়্যার ডিলেট করা যায়

আপনি যদি অনলাইন জগতে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই জানা দরকার কিভাবে স্মার্টফোনের রুট ব্যবহার না করে অ্যান্ড্রয়েড থেকে ব্লাডওয়ার  system delete করবেন। সে বিষয়ে আজকের ব্লগে বিস্তারিত আলোচনা করা হবে। 
রুট-ব্যবহার-না-করে-কিভাবে-অ্যান্ড্রয়েড-থেকে-ব্লোটওয়্যার-ডিলেট-করা-যায়

এছাড়াও স্মার্ট ফোন স্লো হয়ে গেলে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। যার কারনে আমাদের অনেক সময় ফোন চালাতে গিয়ে ঝামেলায় পড়ে যেতে হয়। তাই আজকের পোস্টে কিভাবে রুট ব্যবহার না করে নিজের স্মার্টফোন থেকে কিভাবে ব্লটওয়ার ডিলিট করবেন সে বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হবে। 

পেজ সুচিপত্রঃ রুট ব্যবহার না করে কিভাবে অ্যান্ড্রয়েড  থেকে ব্লোটওয়্যার ডিলেট করা যায়

রুট ব্যবহার না করে কিভাবে অ্যান্ড্রয়েড থেকে ব্লোটওয়্যার ডিলেট করা যায়

 আমাদের মধ্যে অনেকেই জানেন না মোবাইল ফোন স্লো হয়ে গেলে কিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং ফোনের গতি বাড়বে । অনেক সময় দেখা যায় নতুন ফোন কিনে আনার পর কিছুদিন ব্যবহার করার পরেই স্লো হয়ে যেতে শুরু করে। সেরকম সমস্যা হয়ে থাকলে, সাধারণত ব্লোটওয়্যার কে দায়ি করা হয়। অবশ্যই জানা দরকার মোবাইল ফোন থেকে কিভাবে ব্লোটওয়্যার ডিলিট করবেন। 
এছাড়াও মোবাইল ফোন থেকে ব্লোটওয়্যার ডিলিট করার জন্য কয়েকটি অপশন রয়েছে যেমন- এডিবি, ডিজেবল, আনইনস্টল আপডেট এসব সিস্টেম ব্যবহার করে আমাদের স্মার্টফোনের স্পিড বাড়াতে পারবো বা ফাস্ট করতে পারব। দৈনিন্দ্য জীবনে মোবাইল একটি গুরুত্বপূর্ণ দরকারি এবং প্রয়োজনীয় জিনিস। যা আমাদের প্রতিদিনের জন্য ব্যবহৃত হয়। তাহলে আগে থেকেই জেনে রাখা ভালো কারণ নতুন ফোন কিনার পর যেন এরকম সমস্যার সম্মুখীন না হতে হয়।

ব্লোটওয়্যার কি? 

ব্লোটওয়্যার এটি হলো সকল অ্যাপ সফটওয়্যার কে বোঝায় যা আপনার মোবাইল ফোন কেনার আগে থেকেই থেকে যায়। এটি আপনার নতুন ফোনের জন্য মোটেও ভালো না এবং ফোনে থেকে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মোবাইল কোম্পানি তাদের মার্কেটিং করিয়ে নেওয়ার জন্য নতুন ফোন গুলিতে ইন্সটল করিয়ে দেয় যাকে ব্লোটওয়ার বলা হয়। অনেক সময় দেখা যায় ব্লোটওয়্যার থেকে যাওয়ার কারণে নতুন ফোন কেনার পরেও স্লো হয়ে যায়। 

 বলতে গেলে ব্লোটওয়্যার এমন একটি অ্যাপস যেটা আপনার কোন কাজে আসে না বরং ফোনের ক্ষতি করে। ইতিমধ্যে আপনি যদি জেনে থাকেন কিভাবে ব্লোটওয়্যার ডিলিট করা যায় তাহলে এখন থেকেই আপনার ফোনের দিকে খেয়াল রাখতে পারেন। এটি আপনার ফোনকে স্লো করে দিতে পারে। এজন্য  অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার অ্যাপস গুলি ডিলিট করে দিবেন। 

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ব্লোটওয়্যার থাকার কারণ কি?

 স্মার্টফোনে ব্লোটওয়্যার থাকার কারণ হচ্ছে ব্যবসায়িক চুক্তিপত্র। বিভিন্ন কোম্পানি রয়েছে যারা তাদের কোম্পানির অ্যাপস বা সফটওয়্যার গুলি মার্কেটিং করানোর জন্য মোবাইল কোম্পানির সঙ্গে চুক্তিপত্র করে থাকেন। যার ফলে নতুন মোবাইল কিনার পর ব্লোটওয়্যার থেকে যায়। এটি আপনার মোবাইলে থাকার কারণে বেশিরভাগ মেমোরি দখল করে রাখে। যার ফলে ভালো ফোন হওয়া সত্বেও স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

বলতে গেলে বিভিন্ন কোম্পানি তাদের চুক্তি অনুযায়ী মার্কেটের নতুন ফোন গুলোতে অতিরিক্ত করে অ্যাপস ডাউনলোড করে দেয়। এতে মোবাইল ইউজারদের সমস্যা হলেও ফোন কোম্পানিদের অতিরক্ত লাভ হচ্ছে। অনেক সময় দেখা যায় এই অ্যাপসগুলোই আমাদের ফোনের অনেক বড় সমস্যার কারণ হয়ে থাকে। এই অ্যাপসগুলো ফোনে থাকার কারণে ক্ষতি না হলেও ফোনের গতি কমিয়ে দেয়। 

অ্যান্ড্রয়েড ফোনে ব্লোটওয়্যার থাকলে যেসব সমস্যা হতে পারে

আমাদের এন্ড্রয়েড ফোনে ব্লোটওয়্যার থাকার কারণে ফোনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। ব্লোটপয়্যার থাকার কারণে ফোনের স্টোরিস মেমোরি ধীরে ধীরে ভরে যায়। যা আমাদের ফোনের জন্য একদম ক্ষতিকর এবং আমাদের এন্ড্রয়েড ফোনটি অনেক স্লো হয়ে যায়। যাদের অ্যান্ড্রয়েড ফোনে স্টোরেজ কম রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সমস্যার কারণ। তবে অনেক সময় দেখা যায় আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে ব্লোটওয়্যার থেকে যায় এবং ফোনের ram দখল করে রাখে। যার ফলে ফোনের স্পিড কমে যায়। 
রুট-ব্যবহার-না-করে-কিভাবে-অ্যান্ড্রয়েড-থেকে-ব্লোটওয়্যার-ডিলেট-করা-যায়

এজন্য মার্কেট থেকে নতুন ফোন কেনার পর কিছুদিন ব্যবহার করতেই স্লো কাজ করে। ফোন স্লো হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ব্লোটওয়্যার। এছাড়াও এটি আমাদের ফোনে থাকার ফলে ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। এর কারণ এন্ড্রয়েড ফোনের ব্যাকগ্রাউন্ডে যেসব ব্লোটওয়্যার অ্যাপস চালু রয়েছে সেগুলো আপনার ফোনের ডাটা সিল্ক করে এবং গোপনে ফোনের স্টোরেজ মেমোরি দখল করতে থাকে। যার ফলে দ্রুত মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যায়। 

অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার ডিলিট করলে কি হয় 

 রুট ব্যবহার না করে যে কোন মোবাইল ফোনের ব্লোটওয়্যার ডিলিট করলে আগের থেকে ফ্রি হয়ে যায় এবং স্পিড বেড়ে যায়। আর এজন্যই মোবাইল ফোনে নতুন অ্যাপস ডাউনলোড করা যায় এবং ফোন অনেক দ্রুত কাজ করে। ব্লোটওয়্যার ডিলিট করার ফলে মোবাইল ফোন অনেকটাই হালকা হয়ে যায় এবং স্টোরেজ মেমরি অনেকটাই খালি হয়ে যায়। এছাড়াও আপনার এন্ড্রয়েড ফোনকে অনেক সমস্যার সম্মুখীন হওয়া থেকে বাঁচায়। অনেক সময় দেখা যায় ফোনের বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে মেকানিকের কাছে যেতে হয়। 
সামান্য ফোন স্লো হয়ে গেলেও সে বিষয়ে না জানার কারণে মেকানিকের কাছে যেতে হয় বা অন্য কাউকে দিয়ে ফোনের স্পিড বাড়ি নিতে হয়। সেজন্য আজকের ব্লগটি মনোযোগ সহকারে পড়তে থাকুন, কিভাবে নিজের ফোনকে সমস্যার সম্মুখীন হওয়া থেকে বাঁচাবেন এবং নিজের ফোনকে দ্রুত গতিতে ব্যবহার করতে পারবেন।  সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে পড়তে থাকুন। অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লোটওয়্যার ডিলিট করার ফলে ফোনের যেসব উপকারগুলি হয়ে থাকে। যেমন-
  •  আগের থেকে অনেক ফ্রি হয়ে যায়।
  •  পারফরম্যান্স ভালো হয় 
  •  ইন্টারনেট স্পিড ভালো দেয়।
  •  দ্রুত অ্যাপস ওপেন হয় 
  •  ব্যাটারি চার্জ ভালো যায় 
  •  যে কোন জিনিস কন্ট্রোল করা ভালো হয়।
  •  স্টোরেজ মেমোরি খালি হয়। 

রুট কি এবং রুট না ব্যবহার করার কারন কি 

 রুট হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত সিস্টেম কে কন্ট্রোল করে। রুট ব্যবহার করে আমাদের এন্ড্রয়েড ফোনে বিভিন্ন ফাইল আমরা একেবারে ফোন থেকে মুছে ফেলতে পারি। রুট ব্যবহার করার ফলে আপনার ফোনের ওয়ারেন্টি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ব্রিক হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা বাড়াতে চান তাহলে রুট ব্যবহার এড়িয়ে চলায় ভালো। 

 বলতে গেলে এন্ড্রয়েড ফোনে রুট ব্যবহার না করাই ভালো। অনেকেই আছেন যারা রুট ব্যবহার না করেই নিজেদের android ফোনকে সুরক্ষিত রাখেন। রুট ব্যবহার না করে এন্ড্রয়েড ফোন নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে যেমন-
  • ডিজেবল
  • আনইনস্টল আপডেট
  • এ, বি, ডি

সেটিংস ব্যবহার করে কিভাবে ব্লোটওয়্যার অ্যাপস ডিজেবল করবেন

 সেটিংস ব্যবহার করে এন্ড্রয়েড ফোনের ব্লোটওয়্যার অ্যাপস ডিজেবল করার সহজ পদ্ধতি জানার জন্য মনোযোগ সহকারে পড়তে থাকুন। প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে চলে যান। সেটিংসে যাওয়ার পর অ্যাপস সেটিংসে যেতে হবে বা (App setting)  এখানে ক্লিক করতে হবে তাহলে পরবর্তী ধাপে নিয়ে যাবে। যেখানে আপনার ফোনের সমস্ত অ্যাপস এর লিস্ট করা রয়েছে এবং ফোনের সমস্ত অ্যাপসগুলো শো করবে। 
এরপর অপ্রয়োজনীয় কিছু অ্যাপস দেখতে পারবেন। সেগুলো কোন প্রয়োজনীয় না। এবার সেগুলোর মধ্য ক্লিক করুন। এরপর ডিজেবল অপশন খুজে বের করুন এবং ডিজেবল অপশন এ ক্লিক করুন। এভাবে অপ্রয়োজনীয় apps গুলি ডিজেবল করে দেওয়ার মাধ্যমে আপনার ফোনটি অনেকটাই হালকা হবে এবং দ্রুতগতিতে চালাতে পারবেন। একই নিয়মে অ্যান্ড্রয়েড ফোনের ব্লোটওয়্যার সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারবেন। 

কিভাবে এ, ডি, বি ব্যবহার করবেন

এ, ডি, বি ব্যবহার করার জন্য একটি পিসি বা ল্যাপটপ এর প্রয়োজন পড়বে। এরপর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সেটিংস অ্যাপস লিস্টের ভিতরে ডেভলপার অপশন খুঁজে বের করে চালু করতে হবে। এরপর Usb Debugging অন করে নিতে হবে এবং USB কেবল ব্যবহার করে কম্পিউটার বা ল্যাপটপ এর সঙ্গে কানেক্ট করতে হবে। এরপর ADB কমান্ডো ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনের নির্ধারিত বা নির্দিষ্ট অ্যাপস গুলো ডিলিট করতে হবে। একই পদ্ধতি অবলম্বন করে অ্যাপ ডিলিট করলে অ্যান্ড্রয়েড ফোনে বা ব্যবহারকারীর অ্যাপটি পুরোপুরি অকার্যকর হয়ে যাবে। 

এ, ডি, বি ব্যবহার করে কিভাবে স্টোরেজ খালি করবেন

এ, ডি, বি (ADB) এর একই কাজ হল Android debug bridge. এটি হলো এক ধরনের টুলস যার মাধ্যমে আমরা কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনে অনেক নির্দেশনা পাঠাতে পারি। এটি ব্যবহার করার ফলে রুট ব্যবহার না করেও এন্ড্রয়েড ফোন থেকে বিভিন্ন অ্যাপস ডিলিট করা যায়। এই সেটিংস ব্যবহার করার ক্ষেত্রে কখনোই বিবরণ করা সম্ভব নয়। এ, ডি, বি একটা উচ্চমানের এবং শক্তিশালী কমান্ডো যেটা শুধুমাত্র কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনে পাঠানো যায়।

যেসব অ্যাপগুলো কখনো ডিলিট করা উচিত না 

মার্কেট থেকে নতুন ফোন কিনে আনার পর অনেক অ্যাপস আমাদের ফোনে ইন্সটল করা থাকে। যেগুলো ডিলিট করা কখনোই আমাদের উচিত হবে না। কারণ অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস ফোন কোম্পানি থেকেই আমাদের ফোনে ইন্সটল করা থাকে। যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন। এসব অ্যাপ ডিলিট করে দিলে আপনার লস হয়ে যেতে পারে। কারণ এই অ্যাপস গুলো পেইড ভার্সন। পরবর্তীতে এসব অ্যাপস ইনস্টল করার জন্য আমাদের টাকা খরচ করতে হবে। অ্যাপসগুলো-
  • Phone
  • System UI
  • Google Service Framework
  • Setting
  • Google Play service
  • Massage

কাস্টম রম ডাউনলোড 

কাস্টম রম নতুন অপারেটিং সিস্টেম এবং রম সিস্টেম যে কোন ডিভাইসে ইন্সটল করতে পারবেন। তবে নতুন ইউজারদের জন্য ইন্টারফেস প্রদান করে থাকে এবং আপনার রুট করা এন্ড্রয়েড ফোনটি আগের থেকে দ্রুত গতির হয়ে যায়। অনলাইন থেকে রম ডাউনলোড করতে পারবেন। এটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস কে সচ্ছল এবং দ্রুত গতি সম্পন্ন রাখতে সাহায্য করে। 
রুট-ব্যবহার-না-করে-কিভাবে-অ্যান্ড্রয়েড-থেকে-ব্লোটওয়্যার-ডিলেট-করা-যায়

এছাড়াও অ্যান্ড্রয়েড ডিভাইসে রুট করার ফলে ওয়ারেন্টি বাতিল হওয়ার সম্ভাবনা ছাড়াও ফোন ব্রিক হয়ে যেতে পারে। নিশ্চয়ই ভাবছেন ব্রিক আবার কি জিনিস। ব্রিক এমন একটি সিস্টেম যা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস কে ইটে পরিণত করে। এ জন্য অনেক সময় দেখা যায় বিভিন্ন ফোন কোম্পানি  নতুন ফোন গুলো আনরুট অবস্থায় সেল দেয় যেন কোন সমস্যা না হয়। 

শেষ কথাঃ রুট ব্যবহার না করে কিভাবে অ্যান্ড্রয়েড  থেকে ব্লোটওয়্যার ডিলেট করা যায়

আজকের পোস্টে মেইন টপিক ছিল রুট ব্যবহার না করে কিভাবে অ্যান্ড্রয়েড থেকে ব্লোটওয়্যার ডিলেট করা যায়। তো সে বিষয়ে উপরে বর্ণিত বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে। আশা করছি আজকের পর থেকে কিভাবে রুট ব্যবহার না করে অ্যান্ড্রয়েড থেকে ব্লোটওয়্যার ডিলিট করা যায় সে সম্পর্কে বুঝতে পেরেছেন। এছাড়াও অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ব্লোটওয়্যার থাকার কারণে কি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। 

ব্লোটওয়্যার এটি হলো সকল অ্যাপ সফটওয়্যার কে বোঝায় যা আপনার মোবাইল ফোন কেনার আগে থেকেই থেকে যায়। আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্লোটওয়্যার থাকার কারণে যে সব সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয় নিয়ে উপরে বর্নিত আলোচনা করা হয়েছে। এজন্য অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আশা করছি আজকের ব্লগটি পরে উপকৃত হয়েছেন। নিয়মিত এরকম ব্লগ পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। 


 









এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ট্রিপজয়'প্যালসের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. mominul islam
Md. mominul islam
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ট্রিপজয়প্যালস এর এডমিন তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।