স্বপ্নপুরী আবাসিক হোটেল ভাড়া
স্বপ্নপুরী একটি দর্শনীয় স্থান। স্বপ্নপুরীর এই অসম্ভব সৌন্দর্য ও এর বিশাল বড়
এরিয়া দেখতে অনেক দূর দূরান্তের জেলা থেকে এবং দেশের বাইরে থেকেও লোক এসে দেখে
যায়। যার ফলে স্বপ্নপুরী আবাসিক হোটেল ভাড়া কত সেটা জানা অবশ্যই
প্রয়োজন।
যেহেতু স্বপ্নপুরী পার্ক টা বিশাল বড় এরিয়া নিয়ে অবস্থিত তাই এখানে থাকা এবং
ভাড়ার বিষয় রয়েছে। তাহলে চলুন আপনাদের সঙ্গে স্বপ্নপুরী আবাসিক হোটেল ভাড়া
সম্পর্কে নিচে আলোচনা করা যাক।
পেজ সুচিপত্রঃ স্বপ্নপুরী আবাসিক হোটেল ভাড়া
- স্বপ্নপুরী আবাসিক হোটেল ভাড়া
- স্বপ্নপুরী পার্কে যেসব রয়েছে
- স্বপ্নপুরী যাওয়ার দিক নির্দেশনা
- স্বপ্নপুরী পার্কে যেসব রয়েছে
- স্বপ্নপুরী আবাসিক হোটেল কত টাকা ভাড়া জেনে নিন
- স্বপ্নপুরী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারেন
- স্বপ্নপুরী পার্কের যোগাযোগ ফোন নাম্বার
- দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত
- শেষ কথাঃ স্বপ্নপুরী আবাসিক হোটেল ভাড়া
স্বপ্নপুরী আবাসিক হোটেল ভাড়া
স্বপ্নপুরী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় শান্ত এবং নিরিবিলি
পরিবেশে আফতাবগঞ্জে অবস্থিত। এই পার্কে ৪০০ এখন জায়গা জুড়ে
অবস্থিত। এই পার্কে থাকা প্রকৃতি এবং জীবজন্তু মন কেড়ে নেওয়ার মতো।
এই পার্কের নন্দনীয় সৌন্দর্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ তা দেখতে
আসে। চাইলে আপনিও আপনার ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন। দেশের
নামকরা একটা দর্শনীয় স্থান।
এই পার্কে রাত্রি যাপন করারও ব্যবস্থা করা রয়েছে। আপনি চাইলে
এ পার্কে রাত্রি যাপন করতে পারেন। শিক্ষা সফর করার জন্য স্বপ্নপুরী
খুবই জনপ্রিয় একটি স্থান। প্রত্যেক বছর এখানে আমাদের দেশের বিভিন্ন
জেলার শিক্ষার্থীরা শিক্ষা সফর করে থাকেন। শিক্ষা সফরে গিয়ে অনেক
স্টুডেন্টরা এখানে রান্নাবান্না করেও খেয়ে থাকেন। চাইলে আপনি আপনার
ফ্যামিলি নিয়ে গিয়ে রান্নাবান্না করে খেয়ে ঘুরে আসতে পারেন। এখানে
রান্না করার জন্য আপনাকে চার্জ করতে হবে।
স্বপ্নপুরী পার্কে যেসব রয়েছে
স্বপ্নপুরী পার্কে বিভিন্ন ধরনের জীবজন্তু থেকে শুরু করে ফুল
ফলের গাছ রয়েছে। এই পার্কের দৃশ্য সত্যি মন কাড়ার মত। পার্কে ঘুরে
বেড়ানোর জন্য রাস্তা রয়েছে। প্রথমবার রাস্তা গুলো দেখলে মনে হবে এ
যেন বিদেশের তৈরি হওয়া কোন রাস্তা এবং রাস্তার প্রতিটা ধারে ফুলের
গাছ দিয়ে সাজানো রয়েছে। যা ছোট থেকে বড় এবং বয়স্ক সবার মন কে
আকর্ষণ করে। এ যেন বাংলাদেশে থাকা এক টুকরো সুইজারল্যান্ড যেখানে
সবকিছুই সুন্দর।
এছাড়াও এই পার্কে থাকা লেক এবং কৃত্রিম পাহাড় সত্যই এক অদ্ভুত রকম
সুন্দর্য। এই পার্কে থাকা লেক গুলোতে সমুদ্রের রঙিন রঙিন অনেক মাছও
রয়েছে। এখানে থাকা পরিষ্কার পানির কারণে আপনি চাইলে লেকের ধারে বসে
রঙিন মাছগুলো দেখতে পারবেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই
পার্কে ছোটলেক থেকে শুরু করে বড় লেক সব ধরনের লেক এখানে রয়েছে।
স্বপ্নপুরীতে বিভিন্ন জাতের গাছপালা রয়েছে যা এই পার্কে সুন্দর্য
আরো বাড়িয়ে তুলেছে।
আরো পড়ুনঃ
শীতে ত্বকের যত্নে ঘরোয়া উপায়
এছাড়াও এখানে শিশুদের জন্য রয়েছে নানা রকম খেলনা এবং দোলনা।
শিশুদের জন্য এখানে আরেকটি পার্ক সুন্দর এবং মনোরম পরিবেশে সাজানো
গোছানো শিশু পার্ক রয়েছে। সেখানে আপনার শিশুকে নিয়ে ভালোভাবে এই
পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে পার্কে ঘুরে ঘুরতে পার্কে
থাকা বিভিন্ন ভাস্কার্য এবং চারুকলা দেখা যায়। যা এই শান্ত আর
নিরিবিলি পার্কটাকে সুন্দর ময় করে তুলেছে। যে দিকে চোখ যায় সেদিকেই
ভাস্কর্য আর চারুকলা দেখতে পাওয়া যায়।
এছাড়াও এখানে স্পিডবোর্ডে চড়ে পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
তবে পার্কে ঘুরে বেড়ানোর জন্য ঘোড়ার গাড়ি রয়েছে। যেখানে আপনি
চাইলে ঘোড়ার গাড়ি চড়ে সারা পার্ক ঘুরে বেড়াতে পারবেন। তবে
খেলাধুলা করার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এবং বিনোদন সাইড
রয়েছে। সবকিছু মিলে এই পার্টি যেন নামে না সত্যই স্বপ্নপুরী
স্বপ্নের দেশে রূপান্তরিত হয়েছে। আপনি চাইলে এখানে বন্ধু-বান্ধব
আত্মীয়-স্বজন ফ্যামিলির লোকজনদের একসঙ্গে করে নিয়ে সময় কাটাতে
পারেন।
স্বপ্নপুরী যাওয়ার দিক নির্দেশনা
স্বপ্নপুরী যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে
ট্রেনে এবং বাসে বা নিজের গাড়িতে করে যেতে পারবেন। আপনি আকাশ পথে
যেতে পারবেন, আকাশ পথে যাওয়ার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে।
রংপুর বিভাগের দিনাজপুর জেলার আফতাব গঞ্জে এই স্বপ্নপুরী নামক
জায়গাটা অবস্থিত। দিনাজপুর জেলার পার্শ্ববর্তী মানুষজন ছাড়াও অনেক
দূর দুরান্ত থেকেও এই পার্ক টি দেখার জন্য লোকজন আসে। এমনকি দেশের
বাইরে থেকেও এই পার্ক টি দেখার জন্য আসে।
এছাড়াও স্বপ্নপুরী এমন একটা জায়গা যে এখানকার সবকিছুই যেন স্বপ্নের
মত সুন্দর। এই পার্কটি যেন স্বপ্নের জগতের কোন জায়গা। যেখানে আমরা
স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পারব। পার্কে সুন্দর এবং নিরিবিলি
পরিবেশ থাকায় অনেক দর্শনার্থীদের ভিড় জমে। এ পার্কে আপনি ঘুরতে
ঘুরতে সব ধরনের ফিল নিতে পারবেন। কারণ এখানে সব ধরনের বিনোদন করার
জায়গা রয়েছে। এই পার্কে যেন কোন কিছুরই কমতি নেই। এ পার্কে
সৌন্দর্য উপভোগ করতে করতে যেন মন ভরে না, পার্ক থেকে ঘুরে আসার পর
যেন আবার মনে হয় ঘুরে আসি।
স্বপ্নপুরী পার্কে যেসব রয়েছে
স্বপ্নপুরী পার্কে যেসব রয়েছে তা আপনার স্বপ্নের জায়গা থেকে কম
কিছু না। চাইলে আপনার স্বপ্নটাকে এখানে বাস্তবে রূপ দিতে পারবেন। এই
পার্কে যেন সবকিছুই অসম্ভব সুন্দর। এ পার্কে বিভিন্ন জীবজন্তু
রয়েছে। স্বপ্নপুরী পার্কের ভিতর যেন এক অন্য জগতে রূপান্তরিত
হয়েছে। এই পার্কের চিড়িয়াখানায় আপনি বিভিন্ন দেশ থেকে আনা
জীবজন্তু দেখা পাবেন।
স্বপ্নপুরী পার্কে ঢোকার সময় গেটে দুইটা পরীর ভাস্কর্য তৈরি করা
রয়েছে। এই ভাস্কর্য গুলো যেন পার্কের সৌন্দর্য আরো বাড়িয়ে
তুলেছে। দিনাজপুর জেলায় পাহাড় না থাকলেও স্বপ্নপুরী পার্কের
ভেতরে কৃত্রিম পার্ক রয়েছে এবং ঝরনাও রয়েছে। আপনি চাইলে অল্প
বাজেটের মধ্যেও পাহাড় এবং ঝর্নার ফিল নিতে পারবেন।
এছাড়াও মানুষের তৈরি ইট সিমেন্টের বিশাল মানচিত্র দৃশ্যমান রয়েছে।
পাহাড় আর ঝর্ণা যেন মন কেড়ে নেওয়া হতো অবস্থা। এসব মানুষের তৈরি
পাহাড় হলেও প্রথমবার দেখলে মনে হবে এ যেন সত্যই পাহাড়। তবে পাহাড়
বেয়ে ঝরনা দিয়ে পানি নিচের জলাশয়ে পড়তেছে। সেখানে দাঁড়িয়ে থেকে
দেখার মজাই আলাদা।
গাছের নিচে নিরিবিলি পরিবেশে আরাম নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা
রয়েছে। আপনি চাইলে নিরিবিলি পরিবেশে গাছের নিচে বসে আরাম নিতে
পারবেন। সাথে প্রকৃতির ভিউ এবং লেক একসঙ্গে ফিল নিতে পারবেন। এই
পার্কে জিনিস কিনার জন্য আপনাকে বাইরে আসার দরকার নেই। এই পার্কটি
এতটাই বড় যে এখানে বাজার করার জন্য আলাদা ভাবে বাজার রয়েছে। আপনি
চাইলে পার্কের ভিতরেই বাজার করতে পারবেন।
এছাড়াও বন্ধু-বান্ধবদের নিয়ে পিকনিকে গেলে সেখানে রান্নাবান্না
করার জায়গা রয়েছে। রান্না করার জায়গায় পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ
সরবরাহ রয়েছে। তবে পানির ব্যবস্থাও রয়েছে। আপনি চাইলে আপনার
বন্ধুবান্ধবদেরকে নিয়ে স্বপ্নপুরী পার থেকে ঘুরে আসতে পারেন এবং
পার্কের ভিতরে রান্না করে খেতে পারেন। এতে আপনার আরও অভিজ্ঞতা বাড়বে
এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দময় সময় পার হবে।
আরো পড়ুনঃ
৫০০ টাকা ইনকাম করার উপায়
আপনার ফটোগ্রাফি করতে যদি বেশি ভালো লাগে সেক্ষেত্রে স্বপ্নপুরী
আপনার জন্য বেস্ট জায়গাগুলোর মধ্যে একটা হইতে পারে। কারণ এখানে অনেক
সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলোতে সারাদিন ফটো তুলেও শেষ করা
যাবেনা। লেকের পাড়ে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। লেকের পানির কল
কল শব্দ আর ফুলের বাগানে বসে কফি খাওয়া যেন স্বপ্নের মত।
স্বপ্নপুরী আবাসিক হোটেল কত টাকা ভাড়া জেনে নিন
স্বপ্নপুরী আমাদের দেশের বড় দর্শনীয় স্থানগুলির মধ্যে একটা। এখানে
প্রায় লাখো মানুষের আনাগোনা চলে অনেকে পরিবার নিয়ে বন্ধু-বান্ধব
নিয়ে এই পার্কে ঘুরতে আসেন। স্বপ্নপুরী পার্কে রাতে পরিবার নিয়ে
থাকার জন্য বা বন্ধু-বান্ধব নিয়ে একসঙ্গে আড্ডা দেওয়ার জন্য আবাসিক
হোটেল রুম রয়েছে। আপনারা চাইলে আবাসিক হোটেল রুম বুকিং নিয়ে এখানে
রাত্রি যাপন করতে পারবেন।
স্বপ্নপুরী আবাসিক হোটেল ভাড়া অনেক সময় চেঞ্জ হয়ে যায়। প্রত্যেক
ঋতুতে হোটেল ভাড়া চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। নন এসি রুমের তুলনায়
এসি রুমের ভাড়া একটু বেশি হয়। আপনি চাইলে আপনার পছন্দমত এখানে রুম
চয়েজ করে বুকিং করে নিয়ে এখানে রাত্রি যাপন করতে পারেন। সাধারণত
এসি রুম ভাড়া ১৫০০ থেকে ২০০০ টাকা হয়ে থাকে। আর নন এসি রুমের ভাড়া
১০০০ হাজার থেকে ১২০০ টাকা হয়ে থাকে।
তবে অবশ্যই মনে রাখতে হবে এটি একটি আনুমানিক ভাড়ার আইডিয়া দেওয়া
হয়েছে। আবাসিক হোটেল রুম ভাড়া নেওয়ার জন্য অবশ্যই হোটেল কৃতি
পক্ষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে বা সরাসরি গিয়ে কথা বলে ভাড়া ঠিক
করতে হবে। এসি রুম ভাড়া নিলে রুমে যেসব পাবেন আরামদায়ক বিছানা
ভিডিও দেখার জন্য টিভি এবং রুমের সঙ্গে এটাচ বাথরুম পেয়ে যাবেন।
এছাড়াও রেস্টুরেন্টে বিভিন্ন খাবার আইটেম পেয়ে যাবেন এবং সেগুলো
খাওয়ার জন্য আপনাকে অবশ্যই চার্জ প্রদান করে খেতে হবে।
তবে বিভিন্ন পার্টি বা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য কনফারেন্স রুম
পেয়ে যাবেন সেখানে আপনি বিভিন্ন ধরনের অনুষ্ঠান পার্টি এবং বিয়ে
বাড়ির আয়োজন করতে পারবেন। এসব আয়োজন করার জন্য অবশ্যই আপনাকে আগে
থেকে বুকিং দিয়ে রাখতে হবে। এছাড়াও স্বপ্নপুরীর দর্শনার্থীদের জন্য
গাড়ি পার্কিং করার বিশাল সুব্যবস্থা রয়েছে। অবশ্যই গাড়ি রাখার
ক্ষেত্রে ভলেন্টিয়ার এর দিকনির্দেশনা অনুযায়ী গাড়ি রাখতে
হবে।
স্বপ্নপুরী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারেন
স্বপ্নপুরী পার্ক টি যেমন সুন্দর তেমনি এই পার্কের খেলাধুলা করার
মজাই আলাদা। আপনি চাইলে লেক এর পানিতে বোটিং করতে পারবেন।
বন্ধুবান্ধব একসঙ্গে বোটিং করার মজাটাই যেন অন্যরকম। সুন্দর সচ্ছল
পরিষ্কার পানি এবং পানির সেই কলকল আওয়াজ আর বন্ধু-বান্ধবদের সঙ্গে
বোটিং এ যেন স্বপ্নের এক টুকরো অংশ। আপনি চাইলে পাহাড়েও বন্ধু
বান্ধব দের একসঙ্গে নিয়ে পাহাড়ে ঘুরতে পারবেন।
এছাড়াও স্বপ্নপুরী পার্ক টি প্রায় ৪০০ একর জমি নিয়ে অবস্থিত। এই
বড় এরিয়া নিয়ে যতগুলো পার্কের ভিতরে রাস্তা রয়েছে সেসবগুলো যেন
চাঁদের এক টুকরো মাটি এত সুন্দর ভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে
চারপাশে এ যেন রঙে রঙে রঙিন। নানান রকম রং এর ফুল এবং রাস্তার
চারিপাশে বিস্তৃত এই রাস্তা দিয়ে হাঁটার সময় ফুলের বাগানে হাঁটার
মতো ফিল পাওয়া যায়। তবে বাচ্চাদের খেলাধুলা করার জন্য শিশু পার্কের
ব্যবস্থা করা রয়েছে। এ পার্কে বাচ্চাদেরও ব্যবস্থার কোন কমতি নেই।
সেজন্য এই পার্কে বাচ্চাদের নিয়ে গেলেও অনেক কিছু শিখতে
পারবে।
স্বপ্নপুরী পার্কের যোগাযোগ ফোন নাম্বার
অনেকেই বছরের শুরুতে শীতের সময় বা বিভিন্ন আনন্দ উৎসবে আপনজনদের
সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর জন্য স্বপ্নপুরী পার্কে যান। আপনারা
অনেকেই হয়তোবা স্বপ্নপুরী পার্কের ফোন নম্বর জানেন না। পার্কে
যেকোনো প্রোগ্রাম করার জন্য আগে থেকে বুকিং দিতে হয়। সেজন্য পার্ক
কৃতপক্ষের সঙ্গে কথা বলতে হয়। সেজন্য ফোন নাম্বার থাকা জরুরী।
আরো পড়ুনঃ
ফ্রি কুইজ খেলে ইনকাম
এছাড়াও স্বপ্নপুরী পার্কের সম্পর্কে বলার জন্য দুইটি ফোন নাম্বার
দেওয়া হল- +01712134095 +01738099062 আপনি চাইলে এই নাম্বার গুলি
দিয়ে ফোনে যোগাযোগ করতে পারেন এবং স্বপ্নপুরী পার্ক সম্পর্কে
বিভিন্ন তথ্য জেনে নিতে পারেন। তবে স্বপ্নপুরী পার্কের সঙ্গে যোগাযোগ
করার জন্য ফেসবুক পেজ রয়েছে। আপনি চাইলে ফেসবুকে সার্চ করে পেজে
জয়েন হতে পারেন।
এছাড়াও ইনস্টাগ্রাম গ্রুপ রয়েছে এবং আপনি চাইলে instagram গ্রুপে
জয়েন হতে পারেন। স্বপ্নপুরী নিয়ে নিয়মিত ফটো এবং নতুন নতুন আপডেট
যেসব জিনিসগুলো পার্কে হয়ে থাকে সেসব বিষয়ে গ্রুপে দেওয়া হয়।
এছাড়াও পার্ক সম্পর্কে কোন কিছু জেনে নেওয়ার থাকলে সেগুলো জেনে
নিতে পারবেন।
দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত
দিনাজপুর জেলা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গে মিশ্রিত একটি
জেলা। জেলার মানুষেরা অনেক আন্তরিক হয়ে থাকে। এই জেলায় অনেক
প্রাচীন যুগের ভাস্কর্য এবং ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে। এছাড়াও
এই জেলায় প্রাচীন যুগের পোড়ামাটির অনেক মন্দির রয়েছে যেগুলো
বাইরের দর্শনার্থীদের মনে আকর্ষণ করে। এসব দর্শনীয় জায়গায় প্রাচীন
যুগের সুন্দর চিত্র ও নকশাল পর্যটকদের আকর্ষণ করে।
শেষ কথাঃ স্বপ্নপুরী আবাসিক হোটেল ভাড়া
স্বপ্নপুরী আবাসিক হোটেল ভাড়া সম্পর্কে আজকের এই ব্লগে আলোচনা করা
হয়েছে এবং স্বপ্নপুরী পার্কে যেসব রয়েছে সেই সম্পর্কেও বিস্তারিত
আলোচনা করা হয়েছে আজকের ব্লগে। এছাড়াও স্বপ্নপুরী কৃতপক্ষের সঙ্গে
যোগাযোগ করার জন্য দুইটি নম্বর রয়েছে +8801712134095
+8801738099062 আপনি চাইলে এসব নাম্বারে যোগাযোগ করে পার্কের
কৃতপক্ষের সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়াও স্বপ্নপুরী পার্কে আপনি
শীতের সময় আসতে পারেন।
শীতের সময় এই পার্কের সৌন্দর্যতা আরো বাড়িয়ে দেয়। শীতের সময়
দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা এখানে শিক্ষা সফর করে যায়।
স্বপ্নপুরী পার্কের সঙ্গে ইতিমধ্য উপরে বর্ণিত আলোচনা করেছি। আশা করি
আমাদের ব্লগটি পড়ে স্বপ্নপুরী পার্কের সম্পর্কে অনেক কিছু জানতে
পেরেছেন এবং স্বপ্নপুরী আবাসিক হোটেল ভাড়া কত সে সম্পর্কেও আপনাদের
সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আবার
নন্দের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর জন্য স্বপ্নপুরী পার্ক থেকে
ঘুরে আসতে পারেন। এই ছিল আজকের আলোচনা। এরকম ব্লগ পেতে আমাদের
ওয়েবসাইটটি ফলো করুন।



ট্রিপজয়'প্যালসের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url