জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
এখন থেকে বিকাশ একাউন্ট খুলতে জাতীয় পরিচয় পত্রের কোন প্রয়োজন নেই। জন্ম
নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম। কোথাও না গিয়ে ঘরে বসেই জেনে নিন
বিকাশ একাউন্ট কিভাবে খুলবেন।
আজকের পোস্ট থেকে জানতে পারবেন কিভাবে জাতীয় পরিচয় পত্র ছাড়াই বিকাশ একাউন্ট
খুলতে হয়।
চলুন তাহলে দেরি না করে জেনে নেই কিভাবে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলা
যায়।
সূচিপত্রঃ জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম কানুন
- জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম কানুন
- বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার সময় যে পাঁচটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন
- বিকাশ একাউন্ট খুলতে যে ধাপগুলো অনুসরণ করবেন
- বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট এর জন্য যেসব নিয়ম ও শর্তাবলী
- বিকাশ স্টুডেন্ট একাউন্টের জন্য আরও যেসব বিশেষ নিয়ম ও শর্তগুলি
- বিকাশ স্টুডেন্ট একাউন্টের সাধারণ নিয়ম কানুন
- স্টুডেন্ট একাউন্টের বয়সসীমা এবং প্রয়োজন
- বাবা-মা কিভাবে সম্মতি প্রদান করবেন
- কি ধরনের জন্ম সনদ ব্যবহার করে স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন?
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম কানুন
জন্ম সনদ কাছে থাকলে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফেলুন মিনিটেই আর আপনার জন্য
থাকছে ১৩০ টাকা পর্যন্ত ওয়েলকাম অফার। আপনি কি স্মার্টভাবে পেমেন্ট করতে চান,
রিসার্চ কিংবা সেন্ড মানি বা একাউন্ট খুলতে চান কিন্তু এনআইডি নেই? এখন দেশ
জুড়ে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বিকাশ নিয়ে এলো দারুন সুখবর। ১৪
থেকে ১৮ বছরের বয়সী গ্রাহকরা বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবে একদম সহজে।
সাথে প্রয়োজন শুধু ডিজিটাল জন্ম সনদ এবং বাবা-মার সচল বিকাশ নাম্বার।
আরো পড়ুনঃ নিপা ভাইরাস এড়িয়ে খেজুরের রস যেভাবে খাবেন
বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার সময় যে পাঁচটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন
- জন্ম সনদের ছবি স্পষ্ট হতে হবে
- জন্ম সনদের ছবি, নাম জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বার সংগ্রহ করে বিকাশ অ্যাপে মিলিয়ে নিন।
- বাবা অথবা মায়ের নাম জন্ম সনদের সাথে মিলিয়ে নিতে হবে।
- অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে বেছে নিবেন বিকাশ নাম্বারটি অবশ্যই তার নামে হতে হবে
- আলোর সামনে দাঁড়িয়ে মানানসই পোশাক পরিহিত অবস্থায় একটা ছবি তুলতে হবে
বিকাশ একাউন্ট খুলতে যে ধাপগুলো অনুসরণ করবেন
- প্রথমে আপনার বিকাশ অ্যাপ এর লগইন রেজিস্টার অপশনে চলে যান
- এবার আপনার সচল মোবাইল নাম্বার দিন
- এখন জন্ম সনদ নির্বাচন করুন
- ডিজিটাল জন্ম সনদের ক্লিয়ার স্পষ্ট ছবি তুলুন
- এবার সকল তথ্য যাচাই করুন ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে ঠিক করুন
- নমিনি নির্বাচন করুন এবং তার সচল বিকাশ নাম্বার দিন
- আপনার একটা সেলফি তুলে সাবমিট করুন
- নমিনির নাম্বারে একটি কোড যাবে সেটি সাবমিট করুন
- ৫ ভিজিটের একটি পিন সেট করুন আপনার বিকাশ একাউন্ট লেনদেনের জন্য প্রস্তুত
বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট এর জন্য যেসব নিয়ম ও শর্তাবলী?
একটি বৈধ ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ও সক্রিয় এর MSISDN নাম্বার ব্যবহার করতে
হবে। গ্রাহক ১৪-১৮ বছর বয়সের সেলফ রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনুসরণ করে বিকাশ
একাউন্ট খুলতে পারে। বিকাশ স্টুডেন্ট একাউন্টে সীমিত বিকাশ সেবা পাওয়া যাবে যেমন
ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সেন্ড মানি রিসিভ মানি,পেমেন্ট ইত্যাদি। বিকাশ
স্টুডেন্ট একাউন্ট এর লেনদেনের সিস্টেম লিমিট ও সংখ্যা সাধারণ বিকাশ একাউন্টের
থেকে ভিন্ন হবে।বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশ স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন
করার সময় প্রয়োজনীয় তথ্য সহ গ্রাহককে অভিভাবক হিসেবে বাবা মা যে কোন একজনের
বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। অভিভাবকের সম্মতি হিসেবে তার বিকাশ নাম্বারে
পাঠানো ভেরিফিকেশন কোড প্রদান করতে হবে। অভিভাবকের বিকাশ একাউন্ট বন্ধ করা যাবে
না যখন কোন বিকাশ স্টুডেন্ট একাউন্ট যুক্ত থাকে সেই সাথে কোন স্টুডেন্ট একাউন্ট
বন্ধ করা যাবে না যদি ওই একাউন্টের সাথে কোন অভিভাবকের বিকাশ একাউন্ট যুক্ত
থাকে।
বিকাশ স্টুডেন্ট একাউন্টের জন্য আরও যেসব বিশেষ নিয়ম ও শর্তগুলি
গ্রাহকের দ্বারা যে কোন অপরাধ অন্যায়ের জন্য অভিভাবক দায়ী থাকবেন এবং অভিভাবকের
বিরুদ্ধে যে কোন আইনি পদক্ষেপ সহ সমস্ত উপযুক্ত প্রতিকার নেওয়া হবে। তথ্য যাচাই
করতে এবং বিশেষ ছাত্রের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে বিকাশ সম্ভাব্য
গ্রাহকের জন্ম নিবন্ধন সনদে উল্লেখিত তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করবে।
আরও পড়ূনঃ মধু ও কালোজিরা খাওয়ার উপকারিতা
বিকাশ স্টুডেন্ট একাউন্টের সাধারণ নিয়ম কানুন
একজন অভিভাবকের সম্মতিতে ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সি (১৭ বছর ১১ মাস ৩০ দিন)
গ্রাহকরা স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। এটি হলো শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ
ধরনের বিকাশ একাউন্ট। স্টুডেন্ট একাউন্ট এর লেনদেনের সীমা সাধারণ বিকাশ একাউন্টের
চেয়ে কম এবং সাধারণ বিকাশ একাউন্ট এর তুলনায় এই একাউন্টে সীমিত পরিষেবা রয়েছে।
স্টুডেন্ট একাউন্টের বয়সসীমা এবং প্রয়োজন
স্টুডেন্ট একাউন্টের বয়স সীমা কত হতে হবে অবশ্যই স্টুডেন্ট একাউন্টের ১৪ বছর
থেকে ১৮ বছরের নিচে ১৭ বছর ১১ মাস ৩০ দিন পর্যন্ত। স্টুডেন্ট একাউন্ট
রেজিস্ট্রেশনের জন্য কোন আইডেন্টিফিকেশন ডকুমেন্ট প্রয়োজন। অবশ্যই স্টুডেন্ট
একাউন্ট রেজিস্ট্রেশনের জন্য শুধুমাত্র ডিজিটাল জন্ম সনদ প্রয়োজন। স্টুডেন্ট
বিকাশ একাউন্ট কি সাধারণ বিকাশ একাউন্টে পরিবর্তন করা যাবে কিনা। ভবিষ্যতে বিকাশ
এই ধরনের অ্যাকাউন্ট টাইপ পরিবর্তন পরিষেবা চালু করতে পারে।
বাবা-মা কিভাবে সম্মতি প্রদান করবেন ?
অভিভাবকের সক্রিয় বিকাশ একাউন্ট নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। বাবা
মা স্টুডেন্ট গ্রাহককে ভেরিফিকেশন কোড প্রদান করে তার সম্মতি প্রদান করবেন। যদি
৪৮ ঘণর মধ্যে ভেরিফিকেশন কোড প্রদান করা না হয় তাহলে রেজিস্ট্রেশন ফরম পূরণ হবে
না। স্টুডেন্টকে রেজিস্ট্রেশনের জন্য পুনরায় শুরু থেকে আবেদন করতে হবে।
কি ধরনের জন্ম সনদ ব্যবহার করে স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন?
বর্তমানে নিম্নলিখিত ৫ ধরনের জন্ম সনদ ব্যবহার করা যাবে
- BDR ফর্ম ৩
- CC BDR ফর্ম ৩
- UPBDR ফর্ম ৩
- UPIJOMNI ফর্ম ৩
- https://verify.bdris.gov.bd/ থেকে প্রিন্ট ফরম্যাট
গ্রাহকের জন্ম সনদ অনুমোদিত না হলে। গ্রাহক জন্ম সনদের সরকারি সাইট ভিজিট করতে
পারেন এবং সেখানে থেকে একটি ডিজিটাল ভার্সন তৈরি করে প্রিন্ট করতে পারেন।
সরকারি সাইট URL: https://everify.bdris.gov.bd/
বাংলাদেশের বাইরে স্টুডেন্ট একাউন্ট ব্যবহার করতে পারবেন না। একটি স্টুডেন্ট
একাউন্টে নমিনি যোগ করা যাবে না। শিক্ষার্থীর বাবা-মা যিনি স্টুডেন্ট একাউন্ট
রেজিস্ট্রেশন করা সম্মতি প্রদান করেছেন ডিফল্ট নমিনি হিসেবে মনোনীত হবেন।


ট্রিপজয়'প্যালসের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url