সিমেন্ট কত প্রকার কি কি
সিমেন্ট হল সেই সকল গুড়া জাতীয় পদার্থের সাধারণ নাম যাদেরকে পানি বা অন্য কোন
তরলের সাথে মিশ্রিত করলে কাঁদার মত নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের
মধ্যে জমিয়ে গিয়ে বিভিন্ন শক্ত পদার্থ গঠন করে।
সিমেন্ট বাড়িঘর, রাস্তা, সেতু ইত্যাদি যাবতীয় নির্মাণ কাজের প্রধান উপাদান।
আজকে আমরা এই ব্লগে আলোচনা করব সিমেন্টের গুণগত মান প্রকারভেদ নিয়ে এবং কত
প্রকার।
পেজ সুচিপত্রঃ সিমেন্ট কত প্রকার
সিমেন্ট কত প্রকার
সিমেন্ট মূলত বিভিন্ন প্রকার হয়ে থাকে। তো সাধারণত আমরা মোট ছয়টি সিমেন্টের
প্রকাশ দেখতে পারি। ছয়টি সিমেন্ট নিম্নে বর্ণিত দেয়া হলো।
- পোর্টল্যান্ড সিমেন্ট
- অজুনালা সিমেন্ট
- অধিক অ্যালুমিনিয়া সিমেন্ট
- ক্ষয়রোধি সিমেন্ট
- পানিরোধী সিমেন্ট
- রঙিন সিমেন্ট
সিমেন্টের প্রকারভেদ
পোর্টল্যান্ড সিমেন্ট সাধারণত নির্মাণ কাজে ব্যবহার করা হয়। পোর্টল্যান্ড
সিমেন্টকে সংক্ষেপে OPC সিমেন্ট বলে।
এটি এক প্রকার OPC সিমেন্টের কাঁচামাল সাদা খড়ি বা আয়রন অক্সাইড মুক্ত কাদা।
ক্লিংকার তৈরীর সময় কয়লার পরিবর্তিতে জ্বালানি তেল পোড়ানোর কাজে ব্যবহার করা
হয়। OPC সিমেন্টের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল।
এছাড়াও রঙিন সিমেন্ট ব্যবহৃত রং আলো সূর্য বা আবহাওয়ার সাথে
রাসায়নিকভাবে বিক্রিয়া করে টেকসই হয়। উপযুক্ত রং পছন্দসই রং দান করে।
পরিমিত পোর্টল্যান্ড সিমেন্ট সেটিংস এর সময় OPC সিমেন্টের চেয়ে কম তাপ
উৎপন্ন করে। যে সকল অঞ্চলে আবহাওয়া গরম সেই সকল অঞ্চলের জন্য এই সিমেন্ট খুব
উপযোগী।
দ্রুত সেটিংস সিমেন্ট
- ফাইনাল সেটিং সময় ৩০ মিনিট
- প্রাথমিক সেটিং সময় ৫ মিনিট
- OPC- র তুলনা দ্রুত সেট হয়
- বৃষ্টির সময় নির্মাণ কাজে এই সিমেন্ট ব্যবহৃত হয় ।
- প্রাথমিক সেটিং এড়াতে মিক্সিং এবং স্থাপন তৈরীর কাজ দ্রুত করতে হবে।
কম তাপ সিমেন্ট
এই সিমেন্টে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট (C3A) এবং (C3S) পরিমাণ কম থাকে (৫%)
এবং ডাই ক্যালসিয়াম সিলিকেটের (C2S) পরিমাণ বেশি থাকে (৪৬%) যা তাপ উৎপন্ন
নিয়ন্ত্রণ করে। এতে চুনের পরিমাণ কম থাকায় প্রাথমিক এবং চূড়ান্ত চেটিং সময়
OPC সিমেন্টের মতই।
আরো পড়ুনঃ সেরা ৫ সিমেন্ট
অত্যন্ত ধীরগতিতে এটি শক্তি অর্জন করে এবং সাধারণ কাঠামো
নির্মাণের জন্য এই সিমেন্ট উপযুক্ত নয়।
উচ্চ অ্যালুমিনিয়া সিমেন্ট
উচ্চ তাপমাত্রায় সঠিক অনুপাতে বক্সাইট এবং চুনাপাথর মিশ্রণ দ্বারা উৎপাদিত এই
সিমেন্টের রং হয় কালো চকলেট রঙের। এই সিমেন্ট রাসায়নিক, সালফেটস, নোনা জল,
তুষারপাত এবং আগুন প্রতিরোধী। সাধারণত রাসায়নিক কারখানা এবং চুল্লিতে এই সিমেন্ট
বেশি দরকারি এবং এর শক্তি OPC- এর চেয়ে অনেক বেশি। প্রাথমিক সেটিং সময় ২ ঘন্টার
কাছাকাছি সময়ের মধ্যেই চূড়ান্ত চ্যাটিং সম্পূর্ণ হয়।
বায়ু বান্ধব পোর্টল্যান্ড সিমেন্ট
OPC এর সঙ্গে বায়ু বান্ধব উপকরণ ক্ষুদ্র পরিমাণে মিশিয়ে গ্রাইন্ডিং করে এই
সিমেন্ট তৈরি হয় যেমন তেল, রেজিন, চর্বি, ফ্যাটি, এসিড ইত্যাদি।
আরো পড়ুনঃ সেরা ৫ সিমেন্ট
জমাট ধরার
সময় বাতাসের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ক্ষুদ্র বুদবুদ তৈরি হয়। শীত প্রধান
এলাকায় এর কংক্রিট কার্যকর।
ফ্লাই অ্যাশ সিমেন্ট
ফ্লাই অ্যাশ সহজ ভাবে এক ধরনের ছাই বলতে পারেন যেটি বয়লারের চিমনি থেকে ধোয়ার
সাথে বেরিয়ে আসে। মূলত কয়লা ব্যবহার করা হয় এমন বয়লার থেকেই ফ্লাই অ্যাশ
পাওয়া যায়। এটি সিমেন্ট তৈরীর অন্যতম প্রধান উপাদান। সিমেন্টের প্রধান উপকরণ
হলো ক্লিংকার আর এই ক্লিংকারের প্রধান উপকরণ চুনাপাথর। চুনাপাথর পানির সাথে
বিক্রিয়া করে প্রচুর তাপ উৎপন্ন করে যা ভারী এবং বিশাল আয়তনের নির্মাণ কাজের
জন্য ক্ষতিকর।
উপাদান ক্লিংকার ৮৪-৮৬% ফ্লাই অ্যাশ ১১-১৩% এবং জিপসাম ০৩% ভারী কন্সট্রাকশন কাজে
যেখানে একসাথে প্রচুর সিমেন্ট ব্যবহৃত হয় এবং প্রচুর তাপ উৎপন্ন হওয়ার সম্ভাবনা
থাকে। লোনা পানির আবহাওয়াতে মাটির নিচের কাজে পানির নিচে বা পানির সংস্পর্শে
থাকা এমন স্থাপনাতে।
সিমেন্ট কত প্রকার কি কি - শেষ কথা
সিমেন্ট কত প্রকার কি কি তা উপরে বিস্তারিত সম্পর্কে আলোচনা করেছি। সিমেন্টের
প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। দ্রুত সেটিং সিমেন্ট নিয়ে আলোচনা করেছি এবং কম
তাপ সিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আশা করি অবশ্যই এই ব্লগটি পড়ে সিমেন্ট
কত প্রকার কি কি তা বুঝতে পেরেছেন। নিয়মিত এ ধরনের তথ্য মুলক আর্টিকেল
পড়তে আমাদের ওয়েবসাইট ফলো করুন ।

.webp)
.webp)
ট্রিপজয়'প্যালসের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url